ZERO TECH

রবিবার, ৩১ মে, ২০১৫

সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করুন!!!!

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? টেকটিউন্স এ এটিই আমার প্রথম টিউন।

টেকটিউন্স এ এই রকম টিউন আগে হয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে ইউটিউব ভিডিও ডাউনলোডার , আই ডি এম বা বিভিন্নও এড অন্স ইত্যাদি ব্যাবহার করি । কিন্তু এসব ম্যানেজার ব্যাবহার এর অসুবিধা হচ্ছে এবং যথেষ্ট ঝামেলা জনক  কিন্তু এসব ম্যানেজার ব্যাবহার এর অসুবিধা হচ্ছে সেগেন্ডারি হোস্ট সিস্টেম ব্যাবহার করার জন্য এগুল ফাইল সাইজ কে ২০-২৫  মেগাবাইট বড় করে ফেলে , এসব ছাড়াই খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা সম্ভব । আজকে আমি আপনাদের দেখাব কিভাবে সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় .


১। প্রথমে ইউটিউব এ যান।
২। এরপর আপনার কাঙ্খিত ভিডিও সার্চ দিন এবং সেই ঠিকানায় যান।

৩। এখন ইউ আর এল বক্স এ  Youtube এর পুর্বে ss  যুক্ত করে দিন ।

৪। এখন আপনি একটি পেজে চলে যাবেন । এবং সরাসরি ডাউনলোড এর লিঙ্ক পাবেন ।

৫। এখন মজা নিন সরাসরি সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব থেকে ডাউনলোড এর।

তো হয়ে গেলো ইউটিউব থেকে কোনো সফটওয়্যার ছাড়াই সরাসরি ভিডিও ডাউনলোড !!!!


আশা করি উপকৃত হবেন।

আল্লাহ হাফেজ।